Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রখ্যাতব্যক্তিত্ব

মরহুম জনাব আলহাজ্ব আব্দুর রহমান পিতা- মৃত আব্দুল আজিজ সরকার গ্রাম-বকুয়া অত্র ৩নং বকুয়া ইউনয়ন পরিষদ এলাকার সর্বজন শ্রদ্ধেয় একজন সফল মুক্তিযুদ্ধের সংগঠক,সমাজসেবক এবং অত্যন্ত বিদ্যানুরাগী বরেন্য ব্যক্তিত্ব ছিলেন।তিনি ১৯২৮ সালে কলকাতা শিক্ষা বোর্ডের অধীনে ১ম বিভাগে ১ম হয়ে এন্ট্রান্স পাশ করেন। কর্মজীবনে ১৯৬৩ সালে ক্ষমতা প্রাপ্ত হয়ে ৩নং বকুয়া ইউনিয়ন পরিষদের মাটির দেওয়ালের অফিস ঘর সরিয়ে ধীরগঞ্জবাজারস্থ্য (বর্তমান পরিত্যক্ত,পুরাতন) পাঁকা ইউনিয়ন পরিষদ অফিস নির্মান করেন।পার্শ্ববতী ২নং আমগাঁও ইউনিয়ন পরিষদের যাদুরানী বাজার সংলগ্ন ‍‌যাদুরানী উচ্চ বিদ্যালয় স্থাপন তার শিক্ষানুরাগী প্রয়াসের অন্যতম ফসল।তিনি একাধারে বর্তমান হরিপুর মসলিম উদ্দিন ডিগ্রী মহাবিদ্যালয় এবং রানীশংকৈল ডিগ্রী মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি খন্ডকালীন সময়ের জন্য বর্তমান পীরগঞ্জসরকারী কলেজ এবং নেকমরদ বঙ্গবন্ধু ডিগ্রী কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।যাদুরানী ব্রীজ এবং ১৯৪৮ সালের ১২সেপ্টেম্বর রোজ-মঙ্গলবার থেকে যাত্রাশুরু করা অত্র উপজেলার সর্ববৃহৎযাদুরাণী বাজার তাঁর সমাজ সেবামুলক কর্মকান্ডের অন্যতম ফসল।এ ছাড়াও সমাজের প্রতিটি ক্ষেত্রে তাঁর অসংখ্য আবদান রয়েছে। ১৯৯৪ইং সালে তিনি বার্ধক্যজনিত কারনে পরলোক গমন করেন। তাই আজ সমাজের প্রতিটি ক্ষেত্রে এই পরলোকগত বরেণ্য ব্যক্তির অভাব অনুভুত হচ্ছে এবং চিরকাল হতে থাকবে।